আমরা সবাই জানি IELTS মানে হল International English Language Testing System. যদি সহজ করে বলি, এর মানে হল ইংরেজি ভাষায় আপনার দখল কেমন সেটা Test করার একটা পদ্ধতি মাত্র। স্বাভাবিকভাবেই অন্যান্য ভাষার মত এখানেও মোটাদাগে ৪ টা Module এ (Listening, Reading, Writing and Speaking) আপনাকে Evaluate করা হবে এবং আপনাকে প্রতিটি Module এ ১-৯ এর ভেতর marking করা হবে। পাশাপাশি এই ৪ টা মডিউলে গড়ে আপনার দক্ষতা কেমন সেটাও জানা যাবে এই পরীক্ষার মাধ্যমে।
২০১৯ সালের একটি রিসার্চ অনুযায়ী বাংলাদেশ থেকে যতজন Test Taker participate করেন তাদের Overall mean score ছিল 6.2। সবচেয়ে কম ছিল Reading and Writing এ, 5.7 and 6.0 respectively। বিস্তারিত report পাবেন এই লিংক এ।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের স্কোর এত কম পাওয়ার পেছনে মূলতঃ আমরা নিজেরাই দায়ী । আরো স্পেসিফিকভাবে বলতে গেলে, আমাদের ভয় ই আমাদের পিছিয়ে রাখে। আমি বিশ্বাস করি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ৪ টা বছর মোটামুটি English Medium এ class, exam, presentation দিয়ে পাশ করে আসছি তারা বেশিনা মাত্র ২-২.৫ মাস যদি একটু Preparation নিয়ে এক্সাম দিই তাহলে খুব সহজে ৭+ স্কোর করা সম্ভব। এই ২.৫ মাস আমি বলছিনা দিনরাত সারাদিন IELTS নিয়ে থাকতে। প্রতিদিন মাত্র ২.৫-৩ ঘন্টা সময় দিতে পারলেই হবে।
আজকে আমি যে Process এ প্রিপারেশন নিয়ে ৭ স্কোর তুলতে পেরেছিলাম ও আমার প্রিপারেশনের কোন কোন জায়গায় গ্যাপ ছিল যার কারণে আমার Expected স্কোর ৭.৫ তুলতে পারিনি সে আলোকে কিছু Hacks শেয়ার করব।
শুরুতে বলে রাখি IELTS এর প্রিপারেশন এর জন্য Cambridge এর বই গুলো More than enough। এগুলো Effectively and Strategically প্র্যাকটিস করতে পারলে আর কিছুই লাগে না। সাথে বর্তমানে বেশ ভালো ভালো কিছু YouTube Channel আছে যাদের Tips and Tricks ফলো করলেই হবে।
বি।দ্রঃ প্রিপারেশন শুরু করার আগেই ঠিক করে নিবেন কবে এক্সাম দিবেন। এবং অবশ্যই IELTS এর Registration করেই প্রিপারেশন শুরু করবেন। দেখবেন মোটামুটি 20K টাকার ধাক্কাই আপনাকে মোটিভেশন ধরে রাখতে পুশ করবে।
Let’s get started with Listening!
Listening:
Cambridge Academic Series 11-16 এই ৬টা বইয়ের ২৪ টা টেস্ট ফুল প্রিপারেশন নিলেই আমি মনে করি ইজিলি ৭+ স্কোর আসবে।এখন প্রশ্ন হল কিভাবে প্রিপারেশন নিব?
লিসেনিং এর প্রিপারেশন হবে Total 4 Rounds.
প্রথম রাউন্ডে অডিও ক্লিপ গুলো যাস্ট শুনে যাওয়া। কোন দরকার নাই কি বলতেছে, কিভাবে বলতেছে খেয়াল করা। যাস্ট শুনে যাওয়া। ফার্স্ট রাউন্ড শেষে Your ears would be ready to accept English words of different accents । This is the basic purpose of this round.
সেকেন্ড রাউন্ডে আপনি আবারো অডিও ক্লিপ গুলো শুনবেন। তবে এবার শুনার সাথে সাথে বই এর পেছনের Audio script গুলো মিলাবেন। এতে হবে কি আপনার ব্রেইনে অবচেতন মনেই অনেক অপিরিচিত শব্দের Pronunciation set হয়ে যাবে এবং এর ফলে আপনি দ্রুতই অনেক শব্দ ইজিলি catch করতে পারবেন।
থার্ড রাউন্ড হল প্র্যাকটিস রাউন্ড। এই রাউন্ডে আপনি মোট ৬ টি Test Practice করবেন। প্রতিটা টেস্ট শেষ করে আপনার ব্যান্ড স্কোর কত আসে সেটা জানবেন। এক্সাম শেষে সেই টেস্ট অডিও টা আরেকবার শুনবেন সাথে থাকবে আপনার আন্সার শীট।
ফোথ রাউন্ড বা ফাইনাল রাউন্ডে একদম ফাইনাল এক্সামের মত করে ৮-১০ টা ফুল টেস্ট এক্সাম দিবেন। ব্যাস, লিসেনিং এর প্রিপারেশন শেষ!
Reading and Writing:
রিডিং এবং রাইটিং এ সাধারণত কিছু Recent Issue নিয়ে passage and tasks আসে। সেটা হতে পারে কোন Recent Scientific Inventions, হতে পারে কোন Natural Events, হতে পারে কোন Social Issues। As nowadays, Facebook is the most accessible way of information, therefore; I would suggest to follow some vital pages to be updated. Keep in mind; Don’t follow the local version, always try to follow the global ones.
আমি এই ২ টা মডিউলের প্রিপারেশনের একসাথে নিতে সাজেস্ট করব এবং Preparation হবে ৩ রাউন্ডে।
Round One:
এই রাউন্ডে রিডিং এবং রাইটিং হবে Same Topic এ। আপনি প্রতিদিন ফেইসবুক থেকে ৩ টা Report বা News পড়বেন ঐসব পেইজ থেকে এবং পড়ার পর সেই রিপোর্ট বা টপিক গুলো আপনি আপনার ভাষায় লিখবেন। চেষ্টা করবেন যেন প্রতিটা রিপোর্ট বা নিউজ আপনার হাতের লিখায় ২ পেইজ হয়। অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন আর ছোটবেলায় যে মেজেন্ডা রঙের রোল করা খাতায় লিখেছিলেন সেরকম খাতার পেইজে লিখবেন।
Round Two:
এই রাউন্ড থেকেই Cambridge এর বই গুলো প্র্যাকটিস করা শুরু করবেন। প্রতিদিন মিনিমাম ৩ টা Passage ও ২ টা Writing Task (Task-1 & Task-2) শেষ করবেন। রাইটিং শেষ করে বইয়ের আন্সার শীটের সাথে নিজে নিজে মিলিয়ে দেখবেন আপনার Writing Standard and বইয়ের Answer এর সাথে Difference কেমন। Reading এর জন্য একটা নোটে টুকে রাখবেন আপনি কোন কোন ধরণের প্রশ্নে বেশি ভুল করতেছেন (Y/N/Not Given, True/False/Not Given, Matching Heads, etc.)। এই রাউন্ড থেকেই Writing task গুলো লিখার সময় World limit maintain করার চেষ্টা করবেন। Writing Task 1 maximum 170 words এবং Task-2 maximum 270 words এর মধ্যে লিখার চেষ্টা করবেন।
Round Three:
কিছু ইউটিউব চ্যানেল দেখে আপনার প্রিপারেশন আরও ঝালিয়ে নিবেন। বিশেষ করে চ্যানেল গুলোতে দেওয়া কিছু Exclusive Tips and Tricks জেনে নিয়ে সেগুলো এপ্লাই করে প্রতিদিন ৩ টা Passage ও ২ টা Writing Task (Task-1 & Task-2) Practice করবেন। রাইটিং টাস্ক এর স্ট্যান্ডার্ড বুঝার জন্য কিছু ওয়েবসাইটের আন্সার ফলো করতে পারেন। নোটের শেষে আমি বিভিন্ন চ্যানেল ও ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি।
বিIদ্রঃ আপনি গ্রামারে যতই কনফিডেন্ট হোন না কেন, কষ্ট করে 12 টা Tense আরেকবার একটু রিভিউ করে নিয়েন। Grammatical Range and Accuracy 25% marks carry করে Writing & Speaking এ।
Speaking:
Speaking এর প্রিপারেশন মানে হল ইংলিশে কথা বলতেই হবে। যে ২.৫ মাস আপনি IELTS প্রিপারেশন নিছেন, ঐ ২.৫ মাস daily মিনিমাম ১ ঘন্টা করে চেষ্টা করবেন ইংলিশেই Interact করতে। আশেপাশের মানুষজন যাই ভাবুক না কেন, লজ্জা শরম ভুলে গিয়ে ইংলিশেই রিপ্লাই দিবেন। ভুল হলে হোক। Phonetics বা Accent নিয়ে মোটেও ঘাবড়ানোর কিছু নাই। জড়তা কাটানো টা জরুরি। আর চেষ্টা করবেন আপনার স্পিকিং যেন একটা রিদম ফলো করে। আমার মত অতি দ্রুত কথা বলে নিজের পায়ে কুড়াল মারবেন না। Make sure that your speech shouldn’t be too fast or too late. Always follow a rhythm। সাথে যেকোন কিছু একটু Extended ভাবে বলার ট্রাই করবেন।
যখন আপনি মোটামুটি কনফার্ম হবেন যে আপনার জড়তা অনেকটা কেটে গেছে, তখনই ক্যাম্পব্রিজের বই গুলো থেকে স্পেসিফিক পার্ট ধরে ধরে ডেইলি মিনিমাম ২ টা Full Test Practice করবেন। এসময় যদি সম্ভব হয় তাহলে আপনার সমমনা একজন পার্টনার খুজে নিবেন যিনি আপনাকে প্রশ্ন করবেন আর আপনি Answer দিবেন। যদি এমন কাউকে না পান তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করে নিজেই আন্সার করবেন। অবশ্যই অবশ্যই পুরো প্র্যাক্টিস টাইম টা রেকর্ড করে পরবর্তিতে নিজে শুনবেন। এতে হবে কি,আন্দাজ করতে পারবেন আপনার রিপ্লাই গুলো কেমন হচ্ছে এবং আপনাকে কোন জায়গায় further effort দিতে হবে।
উপরের এই ২ স্টেপ ফলো করা শেষ হলেই আপনি ইউটিউব চ্যানেল গুলো থেকে স্পিকিং এর Score Boosting করার Strategies ফলো করে ফাইনাল প্রিপারেশন নিবেন। I strongly believe that you will easily realize your improvement।
আমি বিশ্বাস করি যদি এভাবে ২.৫ মাস প্রিপারেশন নিতে পারেন তাহলে IELTS নিয়ে আপনার Confidence একটা নতুন মাত্রা পাবে। তখন আপনি আপনার আশেপাশের যেকোন কোচিং এ কিছু মক টেস্ট দিয়ে আপনার প্রিপারেশন আরও পাকাপোক্ত করে ফাইনাল এক্সামে Attend করবেন।
কিছু Facebook Page, Website and YouTube Channels যেগুলো আমি প্রতিনিয়ত Follow করেছিঃ
Facebook Pages:
CNN, Science Alert, BBC NEWS, National Geographic
YouTube Channels:
Fastrack IELTS, Banglay IELTS, E2 IELTS
Websites:
IELTS Podcast, IELTS Online Practice
ধন্যবাদান্তে,
Mohammad Hamid Al Muktadir
Erasmus Mundus Scholarship Awardee (2022-2024 Cohort)
University of Oviedo, Karolinska Institute, University of Nicosia.
