Erasmus Mundus Scholarship – A to Z Step-by-Step নির্দেশিকা (Part 3)

Hasan Salman Arnab

Topic: স্কলারশিপ পাওয়ার উপায় এবং ডিগ্রী শেষ করার পর ভবিষ্যৎ প্রসঙ্গে

দ্বিতীয় পর্বে Erasmus Mundus স্কলারশিপ আবেদনের যোগ্যতা, কিভাবে মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজতে হয় [1], আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রসঙ্গে আলোচনা করা হয়েছে | এই শেষপর্বে স্কলারশিপ পাওয়ার উপায় এবং ডিগ্রী শেষ করার পর ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হবে |

How to Win the Erasmus Mundus Scholarship ?

  1. এই স্কলারশিপ পাওয়ার জন্য অপরিহার্য নির্ধারক হল Academic Record or Merit, যা প্রোগ্রাম ভেদে Final Evaluation Score এর 25/ 45 /60 /70 % স্কোর বহন করে। ইরাসমুস মুন্ডুস মাস্টার্স প্রোগ্রামের সাথে আবেদনকারির পূর্ববর্তী ডিগ্রি কতটুকু Relevant, CGPA, প্রোগ্রাম Relevant কোর্সের গ্রেড, Thesis/Project, অথবা Relevant / Research Experience এই সমস্ত দিকগুলো বিবেচনা করা হয় Academic Record মূল্যায়নের ক্ষেত্রে | সুতরাং স্কলারশিপ পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে প্রোফাইলের সাপেক্ষে সঠিক মাস্টার্স প্রোগ্রামগুলোতে আবেদন করা |
  2. দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্ধারক হল Quality of Statement of Purpose / Personal motivation, যা প্রোগ্রাম ভেদে Final evaluation Score  এর 45% 25% / 20% / 10% স্কোর বহন করে। আপনার honest thought , প্রোফাইল এবং best writing ability দিয়ে সংক্ষেপে গুছিয়ে এই Essay  টি লিখুন।
  3. তৃতীয় গুরুত্বপূর্ণ নির্ধারক হল Quality of Recommendation Letter. (10 /20 /25 %)
  4. আরেকটি Important factor হল IELTS অথবা TOEFL স্কোর (10/20%), কিন্তু Social science background এর আবেদনকারীদের জন্য, এই স্কোরটি খুবই গুরুত্বপূর্ণ।
  5. এছাড়াও Relevant Work or Professional or Research Experience এবং একটি ভালো মানের Europass CVও গুরুত্বপূর্ণ |

মনে রাখতে হবে কেউই Perfect না; আপনার যদি এর মধ্যে কোন একটি দিক খারাপ থাকে তাহলে অন্যান্য দিকে গুরুত্ব দিতে হবে, ব্যালেন্স করার চেষ্টা করতে হবে ৷ কারণ উপরের সবগুলো দিক বিবেচনা করেই চূড়ান্ত Score দেওয়া হয় এবং সফল Candidate বাছাই করা হয়| উদাহরণস্বরূপ, আমার আইইএলটিএস স্কোর ভাল ছিল না, তবে আমি আমার SOP এবং Project/Thesis Eexperience উপর জোর দিয়েছিলাম। প্রতিটি মাস্টার্স প্রোগ্রাম প্রায় 15 টি স্কলারশিপ প্রদান করে বিশ্বব্যাপী একটি EMJMD প্রোগ্রামের জন্য । তাদের মধ্যে, 75% (12/11) স্কলারশিপ হল Partner Countries থেকে দেওয়া হয় । সুতরাং, এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি স্কলারশিপ | যদিও বাংলাদেশি শিক্ষার্থীরা প্রতি বছর ভালো করছে |

সংক্ষেপে আমার Erasmus Experience

আমার প্রোগ্রামের নাম ছিল Erasmus Mundus Joint Masters degree in Smart Telecom and Sensing Network (SMARTNET 2019-21) | আমার প্রোগ্রাম এর ক্ষেত্রে মাস্টার্সের প্রথম বছর ফ্রান্সের Institut Polytechnique de Paris -IP Paris (Telecom SudParis) এ Master of Engineering, Electrical and Optical Engineering পড়তে হয়েছে | পরবর্তীতে মাস্টার্সের দ্বিতীয় বছরে যুক্তরাজ্যের Aston University, Birmingham এ Master of Science, Smart Telecom and Sensing Networks সম্পন্ন করি | মাস্টার্স-এর থিসিস সেমিষ্টারে আমাকে II-VI Incorporated, Paignton, UK তে ইন্টার্নশিপ করতে হয়েছে 14XX nm Pump Laser Design and Optical Amplifiers এর ওপর | প্রোগ্রাম শেষ করার পর আমাকে ফ্রান্স এবং যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় IP Paris এবং Aston থেকে ডাবল মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়েছে | পাশাপাশি একটি SMARTNET Joint Diploma Supplement প্রদান করা হয়েছে | খুবই চমৎকার একটি অভিজ্ঞতা ছিল | সেইসাথে ইউরোপের দুটি দেশ , Language এবং সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা হয়েছে | সম্পূর্ণ একটি Unique Experience যেটা একমাত্র Erasmus এর মাধ্যমেই সম্ভব |

My Profile during Erasmus Application

Hasan Salman Arnab

University: Nanjing University of Post and Telecommunications (NUPT), Nanjing, China

Major: Bachelor of Electronics and Information Engineering

GPA: 4.47/5.00 (94.7%)

IELTS: 6.5

3 Conference papers (IEEE and Springer)

Thesis: Research on SDN (Software Defined Networking)-based Network Virtualization.

No work experiences during application

Ex SUSTian (Biochemistry Dept. Did not Finish), Ex Remian

Erasmus Mundus মাস্টার্স প্রোগ্রাম থেকে Graduation করার পর ভবিষ্যৎ

প্রোগ্রাম শেষ করার পর দেশে ফিরে আসার কোনো বাধ্যবাধকতা নেই। প্রোগ্রাম শেষ করার পর ইউরোপের সংশ্লিষ্ট দেশের নিয়মবিধি অনুযায়ী আপনি PhD, Job করতে/ খুঁজতে পারেন। PhD করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী আবেদন করা যায় |এছাড়াও ইউরোপের সবচেয়ে Prestigious Research and Innovation Fellowship : Marie Skłodowska-Curie Actions এ আবেদন করা যায় | যেটার মাধ্যমে সম্পূর্ণ ইউরোপ জুড়ে PhD র জন্য ফান্ডিং পাওয়া যায় | Job করতে চাইলে প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের শুরুর দিক থেকে চাকরিতে আবেদনের জন্য প্রিপারেশন নেওয়া উচিত | যারা Job করতে ইচ্ছুক মাস্টার্সের ফাইনাল সেমিস্টার এ Internship নিলে সুবিধা হয় এবং যারা PhD করতে ইচ্ছুক তাদের Thesis নিলে সুবিধা হয় | চাকরি অথবা পিএইচডি পাওয়ার ক্ষেত্রে মাস্টার্সের Internship অথবা Thesis এ কাজ করার সময় শেখা Skill গুলো যথেষ্ট সাহায্য করে | প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নির্দিষ্ট অংশে Job , Internship, Part Time job এর সার্কুলার দিয়ে থাকে যেখান থেকে চাকরির সার্কুলার সংশ্লিষ্ট পাওয়া যায় | এছাড়াও বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের Career অথবা Recruitment Section এ সার্কুলারগুলো পাওয়া যায় | পাশাপাশি প্রত্যেকটি মাস্টার্স প্রোগ্রামের Erasmus Mundus Alumni দের নিয়ে ফেসবুক গ্রুপ অথবা LinkedIn গ্রুপ থাকে যেখানে প্রোগ্রাম Related Job এবং PhD সার্কুলার গুলো শেয়ার করা হয় | এছাড়াও কিছু ভালো ওয়েবসাইট যেমন https://www.indeed.com/ , LinkedIn সহ আরো অন্যান্য ওয়েবসাইট আছে যেখানে চাকরির সার্কুলার/ Graduate Positon পাওয়া যায় | চাকরির আবেদনের পর দুই থেকে তিনটি Interview Face করতে হতে পারে | Job পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ | এজন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে | প্রোগ্রাম সংশ্লিষ্ট দেশের নিয়মবিধি অনুযায়ী Job খুঁজতে Graduate Visa অথবা Job Searching Visa তে আবেদন করা যায় | এছাড়াও Erasmus Mundus Masters Graduate রা Netherlands এও জব Job Search Visa [2] তে আবেদন করতে পারেন | মনে রাখবেন আপনি যে দেশে অবস্থান করেন না কেন, সেখান থেকে ইউরোপের যে কোন দেশে চাকরির জন্য আবেদন করতে পারবেন | এজন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ইচ্ছা এবং অভিজ্ঞতা অনুযায়ী চাকরির সার্কুলারগুলো দেখে প্রচুর আবেদন করতে হবে | আমার মতে, প্রোগ্রামটি শেষ করার আগেই আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কোথায় কিভাবে আবেদন করতে হবে যদি একটু Active থাকেন | এজন্য আপনাদেরকে একটু সময় ব্যয় করতে হবে আলাদা করে |

(Note: উপরের সম্পূর্ণ লেখাটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট এর আলোকে লেখা | তথ্যগুলো সময়ের সাথে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী সামান্য পরিবর্তিত হতে পারে | সুতরাং নিজ দায়িত্বে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্যগুলো যাচাই করে নেওয়া প্রয়োজন)

By

Hasan Salman Arnab

Ex Erasmus Mundus Scholar

System Engineer, Xtera Ltd, London, UK

Erasmus Mundus Joint Master degree in

Smart Telecom and Sensing Networks(SMARTNET 2019-2021)

M2: Master of Science, Smart Telecom and Sensing Networks

Aston University, Birmingham, United Kingdom

M1: Master of Engineering, Electrical and Optical Engineering

Institut Polytechnique de Paris -IP Paris (Telecom SudParis), Paris, France

Reference:

  1. https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue_en
  2. https://ind.nl/en/work/working_in_the_Netherlands/Pages/Looking-for-a-job-after-study-promotion-or-research.aspx