Erasmus Mundus Scholarship – A to Z Step-by-Step নির্দেশিকা (Part 1)

Hasan Salman Arnab

Topic: Erasmus Mundus Joint Master Degree কি? কখন আবেদন করতে হয় ? এবং Country Selection প্রসঙ্গে

ইউরোপের এর বিখ্যাত Erasmus Mundus Scholarship

ধরুন, আপনি ইউরোপের আপনার পছন্দের কোনো একটি দেশে নিশ্চিন্তে পড়াশোনা করছেন আর আপনাকে প্রতিমাসে প্রায় এক লক্ষ টাকা করে সেলারি দেওয়া হচ্ছে| পাশাপাশি ইউরোপের ঐতিহাসিক জায়গা গুলোতে ঘোরাঘুরি তো আছেই প্রতি সপ্তাহের ভ্রমণ তালিকায় | বন্ধের দিনগুলোতে বন্ধু-বান্ধবের সাথে আইফেল টাওয়ার এর সংলগ্ন, সিন নদীর পাড় ঘেঁষে আড্ডা দেওয়া,  কফি খাওয়া অথবা রাতের বেলা লুভর মিউজিয়াম এর আশেপাশের প্যারিসের রাস্তাগুলোতে সাইকেল চালানো | পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা আপনার ক্লাসমেটদের সাথে বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে গল্প ও তথ্যের আদান-প্রদান, মনে হবে যেন ছোট একটি United Nation, যেখানে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন | কথা বলছি ইউরোপের বিখ্যাত ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ নিয়ে |

Erasmus Mundus Joint Masters Degree(EMJMD) স্কলারশিপটি হল European Commission এর Erasmus+ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি fully Funded Scholarship । এটি হচ্ছে দুই বছরের জন্য একটি সমন্বিত মাস্টার্স প্রোগ্রাম যা বিশ্বব্যাপী সেরা শিক্ষার্থীদের প্রতি বছর স্কলারশিপ এর মাধ্যমে প্রদান করা হয় । আমরা যদি সফলতার সাথে এই প্রোগ্রামটি শেষ করি তাহলে একটি Joint Master degree অথবা Double Master degree অথবা Multiple Master degree অর্জন করতে পারবো| এবং এই দুই বছরের মধ্যে প্রোগ্রাম অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি অর্জন করতে পারবো |আরো সহজ করে বললে এটি একটি Unique Master’s Experience যার মাধ্যমে কমপক্ষে দুটি পৃথক ইউরোপীয় দেশ এর দুটি পৃথক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ডিগ্রি অর্জন করা সম্ভব | এমনকি কিছু কিছু ক্ষেত্রে, ইউরোপের তিনটি বা এমনকি চারটি দেশে পড়াশোনা করার সুযোগ পাবেন আলাদা সেমিস্টারের জন্য | ইউরোপের দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, নরওয়ে, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, হাঙ্গেরি, পর্তুগাল, এমনকি বেলজিয়াম, পোল্যান্ড এবং গ্রিসের মতো দেশগুলিতে মাস্টার্স করার সুযোগ পাবেন। এছাড়াও কিছু প্রোগ্রামের ক্ষেত্রে ইউরোপের বাইরের দেশ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান,অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশেও Mobility থাকে অর্থাৎ একটি সেমিস্টার করার সুযোগ থাকে | স্কলারশিপে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক। প্রত্যেকটি মাস্টার্স প্রোগ্রামের সংশ্লিষ্ট পৃথক ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে আবেদন করতে হবে | কোনো প্রফেসর এর সাথে যোগাযোগ করা লাগবে না | আলাদাভাবে কোনো বিশ্ববিদ্যালয়েও আবেদন করা লাগবে না |তাছাড়া আবেদন করতে কোন টাকাও লাগবে না |এমনকি আবেদন করতে GRE এর কোনো প্রয়োজন নেই | প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী Erasmus Mundus স্কলারশিপ পায় | বাংলাদেশ থেকে গত বছর (2021) সর্বমোট 139 জন Erasmus Mundus স্কলারশিপ পেয়েছে |

Scholarship Amount

Erasmus Mundus স্কলারশিপটি পেলে আপনি দুই বছরের জন্য প্রতিমাসে 1,000 ইউরো করে সেলারি পাবেন। Erasmus Mundus আপনার টিউশন ফি ( প্রতি বছর  9,000 ইউরো ) খরচ বহন করবে যা সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রদান করা হবে। এছাড়াও প্রতি বছর  Travel allowance এর জন্য আপনাকে 3,000 ইউরো দেওয়া হবে এবং এককালীন 1,000 ইউরোর Installation costs দেওয়া হবে। সুতরাং, বিশ্ববিদ্যালয়গুলোর খরচ সহ হিসাব করলে এটি প্রায় 49 লক্ষ টাকার একটি স্কলারশিপ। আমার জানামতে এখন পর্যন্ত, Erasmus Mundus হল মাস্টার্স লেভেলের জন্য বিশ্বের সর্বোচ্চ Funded একটি স্কলারশিপ যার মাধ্যমে একাধিক শীর্ষ ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স করার সুযোগ পাবেন। ।

Country Selection and Types of Master Degrees in Erasmus Mundus Scholarship

Erasmus Mundus স্কলারশিপ প্রোগ্রাম গুলোর Country Selection, বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রির ধরন নির্ভর করবে সংশ্লিষ্ট প্রোগ্রামের উপর | মাস্টার্স প্রোগ্রামগুলো সাধারনত তিন ধরনের ডিগ্রি দিয়ে থাকে : Joint Master degree, Double Master degree এবং Multiple Master degree | যেহেতু মাস্টার্স প্রোগ্রামগুলোর সংখ্যা সীমিত, প্রোগ্রামগুলো খোঁজার ক্ষেত্রে অবশ্যই Country কে গুরুত্ব না দিয়ে প্রোগ্রামকে গুরুত্ব দেওয়া উচিত | প্রত্যেকটি প্রোগ্রামের Country Allocation পূর্ব নির্ধারিত থাকে, তাই Country Choice দেওয়ার কোন সুযোগ থাকছে না |তবে একটি মাস্টার্স প্রোগ্রামের মধ্যে অনেকগুলো Mobility Track অথবা Study Track থাকতে পারে যেগুলোকে Specialization Trackও বলা হয় | এই ক্ষেত্রে Mobility Track সংশ্লিষ্ট Country Choice দেওয়ার সুযোগ থাকে আবেদন করার সময় | কিন্তু এটার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় হচ্ছে প্রোগ্রামের Consortium | সংশ্লিষ্ট প্রোগ্রামের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রে একটি Consortium বলা হয় |এর মধ্যে যে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ মাস্টার্স প্রোগ্রামটিকে পরিচালনা করে তাকে Coordinator University  বলা হয় |

Joint Master degree কি?

Joint Master degree হচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত একটি মাস্টার্স প্রোগ্রাম যেখানে দুই বছরের প্রোগ্রামের মধ্যে পৃথক সেমিস্টারগুলো পৃথক দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে করা হয় এবং সফলতার সাথে ডিগ্রী শেষ করলে এই সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে একটি সমন্বিত মাস্টার্স ডিগ্রী প্রদান করে |উদাহরণস্বরূপ নিচের এই Erasmus Mundus Joint International Master in Smart Systems and Integrated Solutions (SSIs) প্রোগ্রামটি | যেখানে একজন শিক্ষার্থী মাস্টার্স এর দুই বছরের মধ্যে প্রথম সেমিস্টারটি ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে করে,  দ্বিতীয় সেমিস্টারটি নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তৃতীয় সেমিস্টারটি হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ে শেষ করে এবং ফাইনাল সেমিস্টারটি তারা যেকোনো একটি Industrial অথবা Academic প্রতিষ্ঠানে করতে পারে |এবং এই ডিগ্রী শেষ করার পর একজন শিক্ষার্থী এই তিনটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্বীকৃত একটি সমন্বিত মাস্টার্স ডিগ্রী অর্জন করতে পারে |

Double Master degree কি?

ডাবল ডিগ্রী হচ্ছে এমন একটি মাস্টার্স ডিগ্রী যেখানে দুই বছরের মধ্যে প্রথম বছর একজন শিক্ষার্থী একটি দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং দ্বিতীয় বছরটি অন্য একটি দেশের বিশ্ববিদ্যালয়ে শেষ করে | ডিগ্রী শেষ করার পর এই দুটি পৃথক দেশের বিশ্ববিদ্যালয় থেকে পৃথক দু’টি ডিগ্রী অর্জন করে | এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো ক্রেডিট আদান প্রদান করে এবং বিশ্ববিদ্যালয় দুটি পৃথক দুই বছরের মাস্টার্স ডিগ্রি প্রদান করে | উদাহরণস্বরূপ নিচের এই প্রোগ্রামটি Erasmus Mundus Joint Master Degree in Marine and Maritime Intelligent Robotics (MIR) | যেখানে একজন শিক্ষার্থী প্রথম বছর ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করে এবং দ্বিতীয় বছরটি নরওয়ে অথবা স্পেন অথবা পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে শেষ করে | ডিগ্রী শেষ করার পর ফ্রান্সের UTLN থেকে একটি মাস্টার্স ডিগ্রী এবং নরওয়ের NTNU থেকে অথবা স্পেনের UJI অথবা পর্তুগালের UL থেকে আরেকটি মাস্টার্স অর্জন করতে পারবে|

Multiple Master’s degree কি?

মাল্টিপল মাস্টার্স ডিগ্রি হচ্ছে দুইয়ের অধিক মাস্টার্স ডিগ্রী | অর্থাৎ যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী সেমিস্টার শেষ করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রী অর্জন করা সম্ভব |উদাহরণস্বরূপ নিচের এই প্রোগ্রামটি Erasmus Mundus Japan- Master of Science in Imaging and light in Extended Reality(IMLEX) | যেখানে একজন শিক্ষার্থী মাস্টার্স এর দুই বছরের মধ্যে প্রথম সেমিস্টারটি ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে করে,  দ্বিতীয় সেমিস্টারটি বেলজিয়াম অথবা ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করে এবং তৃতীয় সেমিস্টারটি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে শেষ করে এবং ফাইনাল সেমিস্টারটি তারা যেকোনো একটি Industrial অথবা Academic প্রতিষ্ঠানে করতে পারে |এবং এই ডিগ্রী শেষ করার পর শিক্ষার্থীকে এই তিনটি দেশের বিশ্ববিদ্যালয়গুলো পৃথক ডিগ্রী মাস্টার্স ডিগ্রী অথবা ট্রিপল মাস্টার্স ডিগ্রী প্রদান করে | সুতরাং বুঝা গেল ডিগ্রী প্রদান করার ধরন গুলো সংশ্লিষ্ট প্রোগ্রামের উপর নির্ভর করবে |

When to Apply?

আবেদন করতে হয় প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে | উদাহরণ স্বরূপ, আপনি যদি ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ 2022 সেশনের জন্য আবেদন করতে চান তবে আপনাকে অবশ্যই 2021 সালের অক্টোবর থেকে ডিসেম্বর/জানুয়ারি পর্যন্ত এই সময়ে আবেদন করতে হবে। প্রত্যেকটি ইরাসমুস মুন্ডুস মাস্টার্স প্রোগ্রামের জন্য আলাদা করে একটি নির্দিষ্ট ওয়েবসাইট থাকে যেখানে প্রোগ্রাম সম্পর্কিত সব ধরনের তথ্য দেওয়া থাকে | সংশ্লিষ্ট প্রোগ্রামের ওয়েবসাইটগুলো Erasmus Mundus Scholarship Catalogue [1] ওয়েবসাইট থেকে পাওয়া যাবে | মাস্টার্স প্রোগ্রামগুলোতে আবেদনের শেষ তারিখ প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে। বেশিরভাগ প্রোগ্রামের জন্য, আবেদনের শেষ তারিখ জানুয়ারিতে হয়, তবে কিছু প্রোগ্রামের আবেদনের শেষ সীমা ডিসেম্বরেও থাকতে পারে আবার অন্যান্য কিছু প্রোগ্রামের আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি এবং মার্চেও হতে পারে।

সুতরাং, আপনাকে অবশ্যই প্রতিটি প্রোগ্রামের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনের শেষ তারিখ নিজ দায়িত্বে দেখে নিতে হবে | আবেদনের শেষ সীমার অন্তত এক সপ্তাহ আগে আবেদন শেষ করা ভালো কারণ শেষের দিকে ওয়েবসাইট এর সার্ভার জ্যাম থাকতে পারে |

(Note: উপরের সম্পূর্ণ লেখাটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট এর আলোকে লেখা | তথ্যগুলো সময়ের সাথে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী সামান্য পরিবর্তিত হতে পারে | সুতরাং নিজ দায়িত্বে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্যগুলো যাচাই করে নেওয়া প্রয়োজন)

By

Hasan Salman Arnab

Ex Erasmus Mundus Scholar

System Engineer, Xtera Ltd, London, UK

Erasmus Mundus Joint Master degree in

Smart Telecom and Sensing Networks(SMARTNET 2019-2021)

By

Hasan Salman Arnab

M2: Master of Science, Smart Telecom and Sensing Networks

Aston University, Birmingham, United Kingdom

M1: Master of Engineering, Electrical and Optical Engineering

Institut Polytechnique de Paris -IP Paris (Telecom SudParis), Paris, France

Reference:

  1. https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue_en

Ex Erasmus Mundus Scholar

System Engineer, Xtera Ltd, London, UK